ইমামবাড়িতে ভন্ড কবিরাজের আবির্ভাব ॥ মানুষ প্রতারণার শিকার হওয়ার অভিযোগ
মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজারে আহাদুর শাহ নামে এক ভন্ড কবিরাজের আবির্ভাব হয়েছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে গ্যারান্টি সহকারে অভিনব কায়দায় মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে সহজ সরল মানুষ তার নিয়োজিত দালালদের মাধ্যমে আস্তানায় আসে। সরলমনা রোগীদের বিশেষ জ্বিন দ্বারা সওয়াল জওয়াবের মাধ্যমে তাবিজ, কবজ ও পানি, তেল, ঝাঁড় ফুঁক দিয়ে থাকে কৌশলে।
এলাকাবাসী অভিযোগ করেন, গত ৬ বছর সাধারণ মানুষকে ধোকা দিয়ে এ ব্যবসা করে আসলেও তার বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
তার আস্তানায় প্রতি শনিবার ও মঙ্গলবার জ্বীনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার প্রশ্ন-উত্তরের নাম করে হাতিয়ে নিচ্ছে টাকাকড়ি।
সরজমিনে ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, আহাদুর মিয়া রোগ সারানোর নাম করে কোনো কোনো রোগীর কাছ থেকে ৫শ’ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেয়। শুধু তাই নয়, মনের মানুষকে কাছে পাইয়ে দেবার কথা বলে যুবক-যুবতীদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। যার মূল্য হিসেবে কাছে এনে দেয়ার হাদিয়া ২৪ ঘন্টায় ১ লাখ টাকা, ৪৮ ঘন্টায় ৫০ হাজার টাকা, ১৪ দিনে ১১ হাজার ৫শ’ টাকার বিনিময়ে।
খবর নিয়ে জানা গেছে, ইসলামি শিক্ষা বা প্রাতিষ্ঠানিক কোন নূন্যতম শিক্ষা নেই তার। আলাপকালে আহাদুর মিয়া জানায় তার শিক্ষাগত যোগ্যতা নেই বলে সে স্বীকার করে। তিনি নিজের নামও লিখতে পারে না।
নাম প্রকাশে তার এক ভক্ত জানায়, গত ৬ বছরে তার ব্যবসার ডালপালা বেড়েছে। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন রোগি আসে।
গতকাল দুপুরে তার আস্তানায় গিয়ে দেখা যায়, তার আসনের উপর সাজানো রয়েছে বিভিন্ন গাছের বাকল, ডাল, জড়, হরিণের চামড়া। মাটিতে পড়ে থাকা ওষুধের অপরিচ্ছন্ন বোতল। যেগুলো ব্যবহারে মানবদেহে ক্ষতিসাধন হতে পারে।
এসময় এক ভূক্তভোগী দম্পতি জানান, আমাদের কোনো সন্তান না থাকায় আহাদুর মিয়ার কাছে চিকিৎসা নিতে আসি। সন্তান পাইয়ে দেয়ার কথা বলে ১১ হাজার টাকা নিয়েছেন। পরে আরও লাগবে বলে জানান। ভূক্তভোগী জনসাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com