আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর বাগান এলাকা থেকে ৩২টি জবাই করা অতিথি পাখিসহ ৪ শিকারিকে আটক করেছে বনবিভাগ। সোমবার সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেনের নেতৃত্বে বনকর্মীরা এসব পাখিসহ ৪ জনকে আটক করেন। সন্ধ্যায় আটক ৪ জনের মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। উদ্ধারকৃত পাখিদের মধ্যে রয়েছে ১৯টি শালিক, ৪টি কাঠটুকরা, ৬টি বুলবুল, ২টি দোয়েল এবং একটি ভিমরাজ। শিকারের পর জবাই করে ফেলায় উদ্ধারকৃত পাখি ভ্রাম্যমান আদালতের নির্দেশে গর্ত করে পুতে ফেলা হয়েছে।
সূত্র জানায়, সোমবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে উপজেলার চান্দপুর চা বাগানে ফাঁড়ি বাগান জামটিলা ৭নং সেকশনে একদল শিকারী ফাঁদ পেতে অতিথি পাখি শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন ও বিট কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী অভিযান চালিয়ে ৩২টি অতিথি পাখিসহ ৪ জনকে আটক করে। এসময় ৩ শিকারি পালিয়ে যায়। আটককৃতরা হলো উপজেলার ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের মোঃ ছিদ্দিক আলী (৩২), মোঃ সাকিম (১৬), মোঃ সুয়েব (১৪) ও মোঃ নূরু আলম (১৪)। পরে সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমান আদালতের বিচারক চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বন আইনের ৩৮ এর ১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ছিদ্দিক আলীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ এবং অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছেন। আদালতের নির্দেশে রাতেই বিট কর্মকর্তা মাহমুদ হোসেন পাখিগুলো গর্ত করে পুতে ফেলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com