স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের সাহেব আলীর পুত্র রেশন আলীর সাথে কুদ্দুছ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ওই সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রেশন মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে সংঘর্ষ হয়। আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com