স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার বিথঙ্গলের সোনাকান্দি সেচ প্রকল্প হাবিবুর রহমান খানকে দেয়ার জন্য একমত পোষণ করেছেন কৃষকরা। সম্প্রতি বিথঙ্গল বড় আখড়া বাজারের ঘাটলার সামনে সোনাকান্দি সেচ প্রকল্পের পরিচালক নির্ধারণ করার জন্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রকল্পের আগের পরিচালক হাবিবুর রহমান খলিলকে নিমন্ত্রণ করা হলেও তিনি কৃষকদের ডাকে সারা দেননি। পাগসী গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা আলাই মিয়ার সভাপতিত্বে এবং মিন্টু দাশের পরিচালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে এলাকার ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সমাবেশে কৃষকরা বিগত দিন হাবিবুর রহমান খলিল ওই সেচ প্রকল্প নিয়ে যে অনিয়ম করেছেন সেই অনিয়মের চিত্রগুলো তুলে ধরেন। সমাবেশে এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি রক্ষার জন্য কৃষক খলিলুর রহমান খানকে প্রতি খের জমিতে সাড়ে ৪শ’ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়ে তাকে ওই সেচ প্রকল্প দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ওই সিদ্ধান্তের বিষয়টি কৃষকরা বিআরডিসির অফিসে অবগত করবেন বলে সভায় জানানো হয়। এছাড়াও সভায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে কৃষকদের দাবির বিষয়টি অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে কৃষকরা খলিলুর রহমান খানকে সেচ প্রকল্পের পরিচালক নির্বাচিত করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।