ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও নারী নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখা। গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহনে মানববন্ধনে সভাপতিত্বে করেন সুজন সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী। সুজন সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন চেয়ারম্যান এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রকিব, মীর গোলাম রাব্বানী, বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ফয়সাল আহমেদ তুষার, মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক শরিফ চৌধুরী, কামরুল হাসান, আ মকসুদ, সুজন জেলা কোষাধ্যক্ষ নুমান মিয়া, আঃ হান্নান, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান ইশান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাইদুর, হবিগঞ্জ পৌর শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রহিম রুপজ, সহ সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী তুহিন, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাংগঠনিক, তাহফিম আহমেদ, লাখাই উপজেলার সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন আহমেদ রিপন, গোপায়া ইউনিয়ন সাধারণ সম্পাদক, আঃ বারিক, সুজন জেলা শাখার নির্বাহী সদস্য সাহ দারাজ, পিন্টু রায় মহিবুর রহমান শিপন কুরি আবু নাছের, তাজুল ইসলাম নোমান, ইয়ূথ লিডার মথিন দীপ্র প্রমুখ।
মানববন্ধনে নারী নির্যাতন বন্দসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চেয়ে বক্তারা বক্তব্য রাখেন। পরে এক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় অনুষ্ঠিত পথসভায় বক্তারা সারাদেশে নারী নির্যাতন বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বাস্তবায়ন সহ নানা দাবি তুলে ধরেন। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com