স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আসামপাড়া ফকির বাড়ির মাজার দখল নিয়ে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল থেকেই দফায় দফায় এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের প্রতিবন্ধী ছিদ্দিক আলীর সাথে মাসুক আলীর পুত্র লায়েছ মিয়ার মাজার দখল নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে লায়েছ মিয়া, আক্তার মিয়া, মাসুক আলীসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ছিদ্দিক আলীর বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ছিদ্দিক আলী, মোশাহিদ, জাহাঙ্গীর, সেফুলসহ ১০ জন আহত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com