সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল লাখাই থানা পুলিশ বিল্লাল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় বিল্লাল মিয়ার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত বিল্লাল মিয়াকে ১ বছরের কারাদন্ড ও ২ শত টাকা অর্থদন্ড করেন। পরে জনসম্মুখে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়।
লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং লাখাই উপজেলাকে মাদক মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আটক বিল্লাল মিয়া বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের নবির হোসেনের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com