চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন মামলার আসামী পিচ্চি সায়েদকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বরাব্দা গ্রামের ছুরুক মিয়ার পুত্র। গত শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশের এসআই অলুক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নালমুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় দায়ের করা ডাকাতি, মারামারি ও সন্ত্রাসী এবং বন আইনের ১৮টি মামলা আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে।
উপজেলার মিরাশী ইউনিয়নের পীরপুর গ্রামে ডাকাতির মামলায় শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে এলাকার ত্রাস ও কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া ছিল। সে গ্রেফতারে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com