স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লুকড়া ইউনিয়নের বেকিটেকা, ডুমরা, আকতপুর গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে বেকিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জকে প্রধানমন্ত্রী দ্বিতীয় গোপালগঞ্জ মনে করেন। এই জন্য দেশের ৭ম কৃষি বিদ্যালয় হবিগঞ্জে স্থাপিত হচ্ছে। এই জন্য তিনি এমপি আবু জাহির সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, প্রত্যেকের সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু জামায়াত বিএনপি ক্ষমতায় যাওয়ার নেশায় ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জামায়াত বিএনপি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com