সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কবির মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে লাখাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত কবির মিয়া মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আক্কেল আলীর পুত্র।
পরে তাকে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর কাছে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কবির মিয়াকে গাঁজা বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড করেন।
লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং লাখাই উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com