স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি কর্মীদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে এসব উপহার প্রদান করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারী বিল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু প্রমূখ। পরে প্রতিমন্ত্রী শিল্পকলা একাডেমীর উন্নয়ন কাজ পরিদর্শন করেন। জেলা সদরের ৬০ জন সংস্কৃতি কর্মীর মধ্যে নগদ অর্থ উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com