এসি আই মটরস এর উদ্যোগে সোনালীকা ডে ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ শহরের নিউফিল্ডে সোনালীকা ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর সিনিয়র আরএসএম আব্দুল্লাহ তালুকদার, হবিগঞ্জ এরিয়া হেড দিপংকর সাহা, সোনালীকা ট্রাক্টরের ডিলার রোকন উদ্দিন, ফোটন পিকআপ ডিলার শাহজাহান মিয়া, সম্মানিত মালিকগণ, ড্রাইভার ও কমিশন এজেন্টগণ। অনুষ্ঠানে সোনালীকা ট্রাক্টর ও ফোটন পিকআপ এর ফ্রি সার্ভিস করা হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বুকিংকৃত ক্রেতাদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com