স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে এবার রাজপথে নেমেছেন হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা। ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাংস্কৃতিক কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে হবিগঞ্জ বাউল সাংস্কৃতিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মজনু শাহ, বাউল প্রাণকৃষ্ণ প্রমূখ। মানববন্ধনে বক্তারা সারাদেশে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং ধর্ষণকারীদের ফাঁসি দেয়ার পাশাপাশি বাউল শিল্পীদের গানের অনুষ্ঠানগুলো উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com