স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রাম থেকে হেমেন্দ্র সরকার (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মনিন্দ্র সরকারের পুত্র। গত শুক্রবার বিকেলে ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com