কাজী মাহমুদুল হক সুজন ॥ করোনা মুক্ত হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও তাঁর স্ত্রী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। চুনারুঘাট ও বাহুবলের মানুষকে সেবা দিতে গিয়ে তাঁরা নিজেরাই করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। গত ১২ সেপ্টেম্বর নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আসা নমুনা রিপোর্টে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।
এরপর তাঁরা দুজন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। গত ২ অক্টোবর ফলোআপ রিপোর্টে দুজনের করোনা নেগেটিভ আসে। তাঁরা এখন করোনামুক্ত।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। করোনা আক্রান্তের পর সুস্থ হওয়ার অনুভূতি জানতে মোবাইল ফোনে আমাদের এ প্রতিনিধি যোগাযোগ করলে তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ সময় আত্মীয়স্বজন, কর্মকর্তা কর্মচারীদের থেকে দূরে নিঃসঙ্গতা আমাদের পীড়া দিচ্ছিল। দৃঢ় মনোবল নিয়ে আমরা দিনযাপন করেছি।” যারা তাঁদের আরোগ্যে কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দুই কর্মকর্তা দম্পতি। তারা কিছু দিনের মধ্যেই আবারও মানুষের সেবায় যোগ দিবেন বলে জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com