স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলাবাজার ও বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের দু’টি পক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তি করে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার সংসদ সদস্যের বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এই বিরোধ নিষ্পত্তি হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, বর্তমান সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমানী গনি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরাজ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সাবেক সভাপতি অহিন্দ্র দত্ত চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি-ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালিশ বৈঠকে বেশ কিছুদিন ধরে চলে আসা দুই এলাকার লোকজনের বিরোধ সামাজিকভাবে মিমাংসা করে দেয়া হয়। উভয়পক্ষই একে অন্যের সাথে মিলিত হয়ে এলাকায় ফিরে যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com