এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের ভিতর দিয়ে স্বস্থিপুর থেকে স্নানঘাট আঞ্চলিক সড়কের পাশে লাগানো সরকারি গাছ কর্তন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বস্থিপুর (প্রকাশ দরছপুর) গ্রামের হানিফ উল্লার ছেলে গফুর মিয়া ও তার ভাই আব্দুর নূর মিলে সড়কের পাশে লাগানো সরকারি বিভিন্ন প্রজাতির ২০/২৫টি বড় বড় কাঠের গাছ কেটে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসি এ গাছগুলো সরকারি গাছ বলে কাটতে বাধা দিলেও তারা কোনো বাধা না মেনে গাছগুলো কেটে ফেলেন। রাস্তায় লাগানো গাছ কাটার বিষয়ে স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো হানিফ উল্লার নিজস্ব গাছ। এগুলো সরকারি গাছ নয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার মাজু মিয়া বলেন, রাস্তার সরকারি জায়গাতে লাগানো এ গাছগুলো তাদের নিজস্ব গাছ, তবে সরকারি রাস্তার পাশে গাছগুলো লাগানো হয়েছিল।
এ বিষয়ে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, কোনো সরকারি জায়গাতে কেউ গাছ লাগালেও সরকারি কর্তা ব্যক্তিদের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই গাছ কর্তন করা যাবে না। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।