স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার ৪ নম্বর আসামী মোঃ জুবায়ের মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামী জুবায়েরকে পুলিশ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলার বাদী নিশাপট গ্রামের বিশিষ্ট মুরুব্বী সর্দার ছাবু মিয়া জানান- গত ২৮ ফেব্রুয়ারি তার জমি দখল করতে প্রভাষক আব্দুল গনি মিয়ার নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তিনি ও তার পুত্রসহ ৪/৫ জন গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি ন্যায় বিচারের আশায় প্রভাষক আব্দুল গনি মিয়াকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আসামী জুবায়ের নিশাপট গ্রামের তাহির মিয়ার পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com