স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের লন্ডন প্রবাসীর বাড়ির দুই মহিলাকে জুসের সাথে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অর্থকড়ি লুট করে নিয়েছে দুর্বুত্ত। এ ঘটনায় ওই বাড়ির কেয়ারটেকারসহ দুইজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, হলদারপুর গ্রামের মৃত আব্দুস সমেদ লন্ডনীর স্ত্রী শত বছর বয়সী মমজান বিবি ও আব্দুর রউফের স্ত্রী লাল বিবি (৭০) ওই বাড়িতে বসবাস করছেন। বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করছে একই গ্রামের লিয়াকত আলীর পুত্র কাওসার মিয়া। সে বাড়ির সব কিছু দেখাশোনার কাজ করতো। দীর্ঘদিন কাজের সুবাদে সে বিশ^স্ত হয়ে উঠে। হাসপাতালে ভর্তি দুই মহিলা জানান, গত শুক্রবার গভীররাতে কাওসার তাদের কাছে এসে জুস খেতে দেয়। জুস খাওয়ার পর তারা আর কিছু বলতে পারেন না। বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে পুলিশে খবর দেয়। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওসার, দিলু মিয়ার পুত্র সেকুল ইসলাম ও এওর মিয়ার পুত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কাওসার পুলিশের কাছে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ছাড়া ওই দুই মহিলার বাড়ি থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণ খোয়া গেছে বলে তারা জানান। তারা মনে করছেন কাওসারই এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, কাওসারকে আটক রেখে অপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com