ওঝাদের কথামতো লাল মোরগ সালু কাপড় ও গরুর খাঁটি দুধ দিয়েও কোন ফল পাননি নিহতের পরিবার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তিকে বাঁচানোর আশ্বাস দিয়ে মৃতের পরিবারকে হয়রানী করেছে একদল ওঝা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের পূর্বহাটির বাসিন্দা মৃত লালা মিয়ার পুত্র আব্দুস সালাম (৫০) মঙ্গলবার সকাল ৮টায় পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করলে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াই’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সিলেট যাওয়ার পথে শেরপুর এলাকায় আব্দুস সালাম মারা যান। পরবর্তীতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেন। জোহরের নামাজের পর লাশ দাফনের চেষ্টা করলে বানিয়াচং থেকে একদল ওঝা এসে হাজির হয়। তারা বলে ওই লোক মারা যায়নি জীবিত আছে। ঝাঁড়ফুক দিলে তিনি বেঁচে যাবেন। ওঝাদের কথা শুনে পরিবারের লোকজন আশ্বস্ত হয়। সিনেমার দৃশ্যের মতো ওঝাদের ঝাঁড়ফুকে হয়তো আব্দুস সালাম সুস্থ হয়ে উঠতেও পারেন। ওঝাদের মনভোলানো কথায় তারা বিশ্বাস করেন। ওঝাদের কথামতো একটি লাল মোরগ, সালু কাপড় ও গরুর খাঁটি দুধ নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ বিন বাজিয়ে সালামকে সুস্থ করতে না পেরে রাত ৮টায় ওঝার দল কৌশলে সটকে পড়ে। পরে আব্দুস সালামকে দাফন করা হয়।