স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া আল-আমিন হোটেল এলাকা থেকে নজরুল মহালদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকাল ৫টায় ডিবি পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে বি-বাড়িয়া জেলার আখাওড়া গ্রামের মৃত তিতু মিয়া মহালদারের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com