দুদিনে হবিগঞ্জ পৌরসভার প্রায় ২৮ লাখ টাকা পানির বিল ও পৌরকর আদায়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলার ২য় দিনে পানির বিল ও পৌরকর আদায় হয়েছে ১২ লাখ ৩৯ হাজার ৫৬ টাকা। এর মধ্যে পৌরকর আদায় হয়েছে ১০ লাখ ৮১ হাজার টাকা এবং পানির বিল আদায় হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৬ টাকা। এ নিয়ে ৩ দিনব্যাপী করমেলার দুই দিনে পানির বিল ও পৌরকর আদায় হয়েছে মোট ২৭ লাখ ৮৫ হাজার ৭৭৩ টাকা। সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী করমেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বুধবার মেলার শেষ দিন করদাতাগণ হবিগঞ্জ পৌরভবনে আয়োজিত মেলায় পৌরকর ও পানির বিল আদায় করবেন। মেলায় কর প্রদান করলে পৌরকর্তৃপক্ষ করদাতাগণের জন্য রিবেটের সুযোগ রেখেছেন। এছাড়াও করদাতাগণকে কর পরিশোধের পর পৌরসভার পক্ষ হতে সনদ প্রদান করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মেলায় ২০২০-২০২১ অর্থবছরের পানির বিল ও পৌরকর প্রদান করে পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে শরীক হওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com