স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় বিআরডিবি’র আওতাভুক্ত প্রত্যেক সমবায় সমিতিকে নগদ ২৫ হাজার টাকা ও গাছের চারা বিতরণ করেছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নগদ অর্থ ও চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেল, বিআরডিবি কর্মকর্তা প্রমূখ। বিকেল ৩টায় সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল, চরগাঁও, সিকারপুর গ্রামবাসী আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, নৌকাবাইচ বাঙালি জাতির এক ঐতিহ্যবাহী দর্শন। একটি প্রতিযোগিতার মাধ্যমে জয়-পরাজয় চিহ্নিত হলেও এতে হাজার হাজার মানুষের মনে আনন্দ দেয়া যায়। এই ক্ষেত্রে নৌকাবাইচ অন্যতম।
তিনি আরো বলেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের দায়িত্ব নেয়ার পর থেকেই আপনাদের সন্তান হিসাবে কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোন ন্যায় ও যুক্তিসংগত প্রয়োজনে আমাকে অবশ্যই সবসময় পাবেন ইনশাআল্লাহ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com