এফ আর হারিছ, বাহবল থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সংলগ্ন মোহনা কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো খ- ১১ ৮৩৭) যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সিএনজির যাত্রী উপজেলার সাতপাড়িয়া গ্রামের আঞ্জব আলীর ছেলে নূরুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় নুরুল ইসলামের মৃত্যু হয়। আহত অন্য ২ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com