মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বাবুল হোসেন খান, বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) পারভেজ হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলফাজ মিয়া।
প্রসঙ্গত, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী সম্প্রতি মারা যান। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় এ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com