স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় শ্রমিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশংকা রয়েছে। এদিকে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনারের বরাবর লিখিত অভিযোগ করেছেন।
সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন দক্ষিণ বানিয়াচং আঞ্চলিক শাখার রেজি নং-মৌল ১৩/১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৪টি পদে ২টি প্যানেলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জালিয়াতির মাধ্যমে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। যে কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারচুপির ফলাফল মেনে নেননি। এদিকে সংগঠনের পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আসছেন সভাপতি মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক শেখ মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়েব চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ প্রার্থী শাহজাহান মিয়া, দপ্তর সম্পাদক কদ্দুছ মিয়া ও সম্মানিত সদস্য প্রার্থী মজনু মিয়া। গতকাল তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন সভাপতি প্রার্থী মোঃ জিল্লুর রহমান।
সভাপতি প্রার্থী জিল্লুর রহমান জানান, সারাদিন তাদের প্যানেলের পক্ষে ভোট কাস্টিং হলেও সন্ধ্যায় ফলাফল ঘোষণায় অনিয়মের আশ্রয় নেয়া হয়। ফলাফল ঘোষণার পরই বিক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিকরা। শ্রমিকরা কারচুপির নির্বাচন না মেনে পুনরায় নির্বাচনের আয়োজন করার জন্য আন্দোলন করে আসছেন। তারা পুনরায় নির্বাচন ঘোষণা না হলে তীব্র আন্দোলনে নামার হুশিয়ারি উচ্চারণ করেন।