চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা বিজিবি জোয়ানরা ২৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, বিভিন্ন প্রকার মাদক, অলিভওয়েল ও জুনিয়র হরলিকস আটক করেছে। রবিবার রাতে উপজেলার বাল্লা সীমান্তের টেকারঘাট গ্রাম থেকে এসব ভারতীয় অবৈধ পণ্য পাচার হয়ে দেশে আসার সময় বাল্লা বিজিবি সদস্যরা আটক করে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি জানায়, রবিবার সন্ধ্যায় উপজেলার বাল্লা সীমান্তের টেকারঘাট এলাকায় মেইন পিলার ১৯৬৪/১৪ এস পিলার সংলগ্ন স্থান দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ত্রিপুরা থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ খবর পেয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের বাল্লা বিওপির নায়েক কাজী ফারুক হোসেনের নেতৃত্বে জোয়ানরা টেকারঘাট এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, হরলিকস, অলিভওয়েল ও মাদক আটক করে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪শ পিস বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, ৩৬ হাজার ৭২০ পিস টারগেট ট্যাবলেট, ১ হাজার ৮৩০ বোতল ইপরাভেন্ট রেসপ্রাইটর সলিউশন, ১৪৮ বোতল অলিভওয়েল ও ৬০ পিস জুনিয়র হরলিকস। যার অনুমান বাজারমূল্য ২৫ লাখ ২ হাজার ৩শ’ টাকা বলে বিজিবি জানিয়েছে। এ বিষয়ে বিজিবি একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী। তিনি জানান, সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com