সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা রোড ড্রাইভার বাজার এলাকায় ‘আছিয়া ফার্নিচার মার্ট’ এর দ্বিতীয় শাখা ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ‘আছিয়া ফার্নিচার মার্ট’ এর স্বত্ত্বাধিকারী মোঃ তাহির মিয়ার সভাপতিত্বে ও মোঃ জালাল মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল কাশেম শিবলু, ব্যকস সাধারণ সম্পাদক মোঃ আঃ মুকিত, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ। স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুুস সামাদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ আছকির মিয়া, জাহাঙ্গীর মিয়া, লিলু মিয়া, নুরুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
‘আছিয়া ফার্নিচার মার্ট’ এর স্বত্ত্বাধিকারী মোঃ তাহির মিয়া বলেন, প্রায় ৩৩ বছর যাবৎ এই ফার্নিচার ব্যবসা করে উপজেলার শাহজিবাজার (সুতাং বাজারে) প্রথম দোকান খুলে সুনাম অর্জন করেছি এবং শায়েস্তাগঞ্জ শহরে এ সুনাম অব্যাহত রেখে ব্যবসা করতে চাই। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রুকন উদ্দিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com