চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজলক্ষ্মীপুর গ্রামের বিলাল মিয়ার পুত্র মো: রায়হান মিয়াকে (২০) জি.আর মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌরসভার রানীগাঁও রোডে গুচ্ছগ্রাম এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জি.আর ১২/১৯ (চুনা:) মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম পলাতক ওয়ারেন্টের আসামী রায়হানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়হানের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com