নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের জাহির আলী হত্যা মামলার অন্যতম আসামী রুবেল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার (ওসি) অপারেশন মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাশডর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আসামী রুবেল মিয়া বাশডর গ্রামের মৃত আব্দুস সোবাহানের পুত্র।
জানা যায়- বাশডর (দেবপাড়া) গ্রামের বিজনা নদীর জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় ইউপি সদস্য রাজা মিয়া ও তার লোকজন। এ সময় তারা বর্শা দিয়ে বৃদ্ধ জাহির আলীকে (৭৫) খুন করে। এ ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com