এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গের প্রত্যন্ত অঞ্চলে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা অবস্থায় ২টি ড্রেজার মেশিন ও ৩শ’ ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাওড়াকান্দি হাওরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এগুলো বিনষ্ট করেন।
জানা যায়, ওই গ্রামের মলাই মিয়ার পুত্র জমসেদ মিয়া, মঈনুল মিয়া ও মগল উল্লার পুত্র মঈন উদ্দিন ২/৩ বছর ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে খাল, বিল ও কৃষিজমি থেকে বালু উত্তোলন করে আসছিল।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি জানান- অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com