হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এটিএম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আ. ন. ম. সেলিম সিদ্দিকী, সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ, মাদার কেয়ার হসপিটাল এর চেয়ারম্যান গোলাম রাজ্জাক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম আপন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান শেখ মোঃ ওয়ালী উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন ডিজিটাল সেবার মধ্য দিয়ে ইসলামী ব্যাংক গ্রাহকদের সেবার মানকে তরান্বিত করে যাচ্ছেন।
পরিশেষে সভাপতির বক্তব্যে ব্যাংকের শাখা প্রধান বলেন এজেন্ট ব্যাংকিং, উপশাখা, এটিএম সেবার মধ্য দিয়ে ব্যাংক গ্রাহকদের দৌরগোড়ায় পৌঁছে যাবে। শায়েস্তানগর এটিএম উদ্বোধনের পাশাপাশি শহরের ঘাটিয়া বাজারেও সিআরএম এর উদ্বোধনের অগ্রিম ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com