স্টাফ রিপোর্টার ॥ রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলে হাঁটতে হাঁটতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের করুণ মৃত্যু ঘটেছে। নিহত যুবক হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলির আহমুদুর রহমান অপুর পুত্র গিয়াস উদ্দিন চৌধুরী (২৯)। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল দুপুরে গিয়াস রেল লাইনের ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলছিল আর হেঁটে যাচ্ছিল। কিন্তু ট্রেনের হুইশেল শুনতে না পারায় সে ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com