স্বতন্ত্র প্রার্থী হবেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি
মঈন উদ্দিন আহমেদ ॥ আগামী ডিসেম্বর মাসে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর জানার পর আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। করোনা ভাইরাসের কারণে প্রকাশ্যে সভা সমাবেশ করে প্রচার প্রচারণা চালাতে না পারলেও তারা নিরবে নিভৃতে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকলেও জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বা অন্য কোন দলের উল্লেখযোগ্য প্রার্থীর নাম জানা যায়নি।
গতকাল শায়েস্তাগঞ্জ ঘুরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলে জানা যায়- নির্বাচনের খবর প্রচার হওয়ার সাথে সাথেই সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে লবিং শুরু করে দিয়েছেন। কেন্দ্রে নিজের যোগ্যতা সম্পর্কিত তথ্য উপস্থাপন করে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। তবে দলীর মনোনয়ন না পেলে অনেক প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন ধারণা সচেতন মহলের।
এবারের নির্বাচনে শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বর্তমান পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সভাপতি শিবলু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান প্যানেল মেয়র-১ মাসুদুজ্জামান মাসুক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি প্যানেল মেয়র রাহেল মিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার। তাদের সকলের সাথে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা থেকে যোগাযোগ করা হলে তারা সকলেই দলীয় মনোনয়ন চাইবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
অপরদিকে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আ. স. ম আফজল আলী রুস্তম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংস্কৃতিক কর্মী জালাল উদ্দিন রুমি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com