স্টাফ রিপোর্টার ॥ স্বামীর খুশির জন্য গান-বাজনা ছেড়ে সংসারের দিকে মনোনিবেশ করেছিলেন বাউল শিল্পী জোৎস্না আক্তার (২৮)। কিন্তু বিয়ের দুই বছরেও তিনি স্বামীর মন জয় করতে পারেননি। শেষ পর্যন্ত স্বামীর পিটুনি খেয়ে সন্তান সম্ভবা জোৎস্না এখন হাসপাতালে।
সূত্র জানায়, প্রেমের সম্পর্ক তৈরি করে প্রায় দুই বছর আগে বাউল শিল্পী জোৎস্নাকে বিয়ে করেন বহুলা গ্রামের বাসিন্দা ও পোদ্দার বাড়ি এলাকার টেইলার কদর আলী। বিয়ের পর জোৎস্না জানতে পারেন কদর আলী ইতোপূর্বে আরও তিনটি বিয়ে করেছে। তবুও তিনি সংসার করতে থাকেন। বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে ৫ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী জোসনাকে পিটিয়ে আহত করেন স্বামী কদর আলী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে জোৎস্নার অবস্থা আশংকাজনক। সূত্র জানিয়েছে জোৎস্না বাউল শিল্পী ছিলেন। কিন্তু কদর আলীকে বিয়ে করে গান বাজনা ছেড়ে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তার সুপ্রসন্ন হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com