স্টাফ রিপোর্টার ॥ আন্ত:জেলা ডাকাত সর্দার ও মোটর সাইকেল চোরের গডফাদার বিলাল মিয়াকে (৩০) আটক করেছে বাহুবল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে বাহুবল থানার একদল পুলিশ উপজেলার বক্তারপুর থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের রহমত আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরি, ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি সে ডাকাতির প্রস্তুতি ও মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট সে ডাকাতি ও মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। বাহুবল থানার ওসি কামারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com