চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এক কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে চুুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় ইউনিয়ন কার্যালয়ের সামনে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেযারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক সুজিদ চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মিরাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহরম আলী, সেক্রেটারি সত্যেন্দ্র দেব প্রমুখ। ইউনিয়নের বিভিন্ন রাস্তায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com