চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মো: সুন্দর আলীর পুত্র দিদার আলী বাদী হয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, কালিশিরি বাজারের সরকারি জায়গা ও রাস্তা দখল করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। তারা দখলকৃত জায়গায় বসতঘর নির্মাণ করে বেশ কয়েকটি ঘর ভাড়া দিয়ে টাকা আদায় করছেন। বিষয়টি সরজমিনে তদন্ত করে সরকারি জায়গা থেকে বসতঘর উচ্ছেদ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন অভিযোগকারী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com