ঢাকায় দুর্বৃত্তদের কাছ থেকে কৌশলে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নেয় আকিব

জামাল মোঃ আবু নাছের ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে আটটায় চৌধুরী খালেদুর রহমান আকিব নামের এক দশম শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরদিন সকালে আকিবের মাধ্যমে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ঘটনার ১৮ ঘন্টা পর ঢাকার মহাখালী এলাকা থেকে অপহরণকারীদের কাছ থেকে কৌশলে পালিয়েছে আকিব। সে ওই ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রবাসী চৌধুরী খলিলুর রহমানের ছেলে ও কাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী হেফজুর রহমানের ভাতিজা। আকিব হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে তার চাচা চৌধুরী হেফজুর রহমান মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হেফজুর রহমান জানান, তার বাবা আমার কাছে বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছিল। আমি তাকে খবর দিয়ে পাঁচ হাজার টাকা দিয়েছি। ওই টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে কালো একটি মাইক্রোবাসে ঢাকা নিয়ে যায়। সেখানে সারা রাত অন্ধকার একটি ঘরে বন্দি করে রাখে তাকে। বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে অন্য কোথাও বের হলে আকিব কৌশলে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাড়িতে ফোন দেয়। বাড়ির লোকজন ও মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাদের পরামর্শে একটি বাসে উঠে আকিব পৌছে বিমান বন্দরে। সেখানে এক পুলিশের সহযোগিতায় পুলিশ টুল বক্সে আশ্রয় নেয় সে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাদ জানান- তার পরিবারের লোকজন ঢাকা থেকে তাকে নিয়ে আসছে।