স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের মাঝে হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির পক্ষে পিপিই প্রদান করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এসময় তিনি বলেন, করোনার এই দু:সময়ে সরকারের পাশাপাশি আমাদেরকেও ভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা করোনাকে জয় করতে পারব। তাই আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও ক্লাবের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com