বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রত্যাহারের দাবি এবং কাজ বন্টনে অনিয়মের প্রতিবাদে চা শ্রমিকরা এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে। ২০ আগস্ট সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রশিদপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়ে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে। এ সময় উপস্থিত চা শ্রমিকরা বাগানের পঞ্চায়েত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে অবিলম্বে তাঁদের প্রত্যাহারের দাবি জানান। ইতিপূর্বে বাগান পঞ্চায়েত কমিটির এক সভায় সভাপতি নৃপেন চাষা ও সাধারণ সম্পাদক রাজেশ গোয়ালাকে অব্যাহতি দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com