স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারী সারোয়ার হোসেন সাজুকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার বাসিন্দা ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যায়ের ১০ম শ্রেণীর ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময় তাকে অপহরণ করে নিয়ে যায় সাজু। এ ঘটনায় মেয়েটির পিতা সদর থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও সাজুকে আটক করে। অপহরণকারী সাজু মেয়েটিকে তার বাড়িতে আটকে রেখে নির্যাতন করছিল।
সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী সাজুকে আটক করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com