সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার রাজধানী খ্যাত বুল্লা বাজার সংলগ্ন, বুল্লা ভিতর বাজার থেকে লাখাই উপজেলার একমাত্র মহিলা বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী সহ পথচারীরা চলাচল করতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। মেইন রোডে যানবাহনের বেশি চাপ থাকায় ও দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়গামী ছাত্রীরা ও পূর্ব বুল্লা, পূর্ব সিংহগ্রাম, মনতৈল গ্রামের অধিকাংশ জনগণই এই রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করে থাকেন।
বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকজন ছাত্রী বলেন- মেইন রাস্তায় বেশি যানবাহন চলাচল করার কারণে আমরা এই রাস্তাটি ব্যবহার করে থাকি, কিন্তু এই রাস্তার পাশে ময়লার স্তপ, রাস্তায় প্রায়ই পানি লেগে থাকে ও কাদার কারণে আমাদের জামা নষ্ট হয়ে যায় এবং এই রাস্তায় আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়।