চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর পুত্র গিয়াস উদ্দিন (৭০) এর মৃতদেহ চিমটিবিল খাসপাড়া এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা চিমটিবিল খাসপাড়া গ্রামের একটি পুকুরে গিয়াস উদ্দিনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃত গিয়াস উদ্দিনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com