নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মাদকের টাকার যোগান দিতে না পারায় গর্ভধারিনী মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কুলাঙ্গার পুত্র ছাদী মিয়া (১৯)। এসময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলায় প্রাণেরক্ষা পান মা মুর্শেদা খাতুন। পরে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি’র ভ্রাম্যমান আদালতে কুলাঙ্গার পুত্র ছাদীকে ৬ মাসের কারাদন্ডসহ ৫শ টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এ সাজা দেন।
সূত্র জানায়, উপজেলা সদরের গরীব হোসেন মহল্লা গ্রামের মোঃ চনু মিয়ার বখে যাওয়া পুত্র ছাদী নেশার টাকার জন্য প্রায়ই মাকে জ্বালাতন করে। টাকা-পয়সা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বুধবার সকাল ১০টার দিকেও নেশাদ্রব্য ক্রয়ের জন্য এক হাজার টাকা দিতে মাকে চাপ প্রয়োগ করে। মা অপারগতা প্রকাশ করলে দা নিয়ে মায়ের দিকে তেড়ে যায়। এসময় প্রতিবেশীরা এগিয়ে গিয়ে কুলাঙ্গার পুত্রের হাত থেকে মাকে রক্ষা করেন। পরে মা থানায় গিয়ে পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যার দিকে ছাদী পুনরায় বাড়িতে গিয়ে দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর সময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।