মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ স্ত্রী শিল্পী বেগমসহ নবীগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইদিনে এক ব্যাংক কর্মকর্তাসহ আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার রাতে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১১ জন। আক্রান্ত ব্যক্তিরা গত ৪ আগস্ট মঙ্গলবার তাদের নমুনা দেন।
নবীগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে করে উপজেলাবাসীর মধ্যে আতংক-উৎকন্ঠা দেখা দিয়েছে। তবে বর্তমান করোনার সংক্রমনের হার বৃদ্ধি পেলেও হাটবাজার গুলোতে সরেজমিন ঘুরে দেখা গেছে লোকজন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে না, পাশাপাশি শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানছে না সাধারণ মানুষ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, আক্রান্ত ৫জন গত ৪ আগস্ট নমুনা দেন, ৫ আগস্ট তাদের করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে।