নিতেশ দেব, লাখাই থেকেঃ- লাখাই উপজেলার মোড়াকরি ও বামৈ বাজারে গত মঙ্গলবার দুপুরে তদারকিমূলক ভ্রাম্যমান বাজার অভিযান ও জরিমানা করা হয়। এ সময় ওই সব বাজারে মেয়াদ উর্ত্তীন ঔষধ, অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ফার্মেসী, রেষ্টুরেন্ট, মুদিদোকান ও বেকারীতে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯’ এর বিভিন্ন ধারা ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান সোম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com