স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে স্বাস্থ্য বিধি না মানায় ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে। ১৩ জুলাই সোমবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত জামান আরা উর্মির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উপজেলা সদরের নতুনবাজারে স্বাস্থবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের মোট ১৭০০ টাকা অর্থদন্ড করা হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ইফফাত জামান আরা উর্মি জানান ৪টি দোকানে কর্মরত লোকজন মাস্কব্যথিত স্বাস্থ বিধি না মেনে ব্যবসা পরিচালনার অপরাধে অর্থদন্ড করা হয়েছে। পরবর্তীতে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com