স্টাফ রিপোর্টার ॥ অন্যকে ফাসাঁতে পূর্ব বিরোধের জের ধরে ৩নং তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া সরকারি জমিতে নির্মিত নিজের ভাইয়ের বাড়ী ঘরের আসবাপত্র ভাংচুর করেছে। প্রকৃতপক্ষে গোবিনপুর গ্রামের সাদেক ও কামাল গংদের ফাসাতেই বাড়ির আসবাপত্র ভাংচুর কর হয়। এখানে উল্লেখ্য, উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর ২০২০ইং দুপুরে পূর্ব বিরোধের জের ধরে তেঘরিয়া ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় সাদেক মিয়ার উপর প্রাণনাশের উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় ইউপি চেয়ারম্যান আনু মিয়াসহ একদল সন্ত্রাসী। এসময় তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। ভাংচুর করা হয় তার মোটর সাইকেল। পরে বিরুদ্ধে থানায় মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে জেল থেকে বের হয়ে সাদেক মিয়া ও তাদেও আত্মিয়দেরকে কিভাবে ফাসানো যায় তার ফোন্দি আটে চেয়ারম্যান আনু মিয়া। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার চেয়ারম্যান সরকারি জমিতে নির্মিত তার ভাইয়ের বাড়িতে ভাংচুর করে। এলাকাবাসীর সুত্রে জানা যায়, যে ঘর ভাংচুর করা হয়েছে সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা একদল জুয়াড়িরা, মাদক ব্যবসয়ীরা এসে বিভিন্ন অপকর্ম এবং পরে সেখানে ভাগ বাটোয়ারা করা হয়। আর সেই অপকর্মের প্রতিবাদ করে গোবিনপুরের সাদিক মিয়া তাই তাকে ফাসাতেই গত বৃহস্পতিবার বাড়ি ঘর ভাংচুরের নাটক সাজায় চেয়ারম্যান আনু মিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানায় চেয়ারম্যান আনু মিয়া এলাকার একজন খারাপ প্রকৃতির লোক এমন কোন খারাপ কাজ নাই যে চেয়ারম্যান আনু মিয়া করে নাই এবং তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে পারে না আর তার ঘর ভাংবে এমন লোক এলাকাতেই নাই জানান তারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com