স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর সাবেক একান্ত সচিব ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) খালেদ আক্তার শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে থাকাকালীন ইন্তেকাল করিয়াছেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন-মেজর (অব:) খালেদ আক্তার পল্লীবন্ধু এরশাদের অত্যান্ত বিশ্বাস্থ ছিলেন। তিনি দলের একজন নিবেদিত কর্মীও ছিলেন। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি অকাল আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি গভীর ভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও নেতৃবৃন্দ করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।